বাজরীগার পাখির বিভিন্ন রঙ এবং তাদের নাম

বাজরীগার পাখির বিভিন্ন রঙ এবং নামঃ

বাজরীগার পাখির বিভিন্ন বর্নখাঁচায় পাখি বিভিন্ন রঙের হয়ে থাকে এর মধ্যে কিছু পরিচিত রঙ হচ্ছে হলুদ, সাদা, নীল, আকাশী, জলপাই, ধুসর,বেগুনী, ফিরোজা এবং আরো একক বর্নের রং ছাড়াও এসব বিভিন্ন বর্নের সংমিশ্রনের আরো অনেক রঙের পাখি রয়েছে। বন্য বাজরীগারদের তুলনায় খাঁচার বাজরীগারদের ওজন বেশী থাকে। আরো কিছু আকর্ষনীয় ভ্যারাইটি রয়েছে এদের মধ্যে টাফড, হাফ ক্রেস্টেড, ফুল সার্কুলার ক্রেস্টেড, ডাবল ক্রেস্টড, জাপানিজ ক্রেস্টেড, ফ্রিল, ডাস্টার, হাফ সাইডার উল্লেখযোগ্য।
বাজরীগার পাখি
বন্য বাজরীগারদের সমস্ত শরীর গাড় সবুজ হলেও মাথা ও দুই গাল হলুদ রঙের, মাথার পিছন থেকে ঘাড় পর্যন্ত ছোট ছোট ডোরা কাটা কালো রঙ এবং দুই ডানায় কালো রঙের পালক থাকে। এদের নাক কিছুটা ছোট হয়ে থাকে।

তথ্য এবং ছবি : সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।