বাজরীগার পাখির সংক্ষিপ্ত পরিচিতি

বাজরীগার পাখির সংক্ষিপ্ত পরিচিতিঃ

বাজরিগার পাখির সংক্ষিপ্ত পরিচিতি
সাধারন নামঃ বাজরীগার (Budgerigar)

বৈজ্ঞানিক নামঃ মেলোপসিট্টাকাস আনুডুলেটাস (Melopsittacus Undulatus)

আদি নিবাসঃ প্রধানত অস্টেলীয়ার পূর্ব ও দক্ষিন-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চল। এছাড়াও তাস্মেনিয়া এবং এর প্রতিবেশী কয়েকটি দেশেও এর বিস্তার ছিল।



শারীরিক বৈশিষ্টঃ সাধারনত বন্য বাজরীগার লম্বায় প্রায় ৬.৫ – ৭ ইঞ্চি এবং খাঁচায় প্রায় ৭ - ৮ ইঞ্চি। ওজন বন্য ২৫ - ৩৫ গ্রাম এবং খাঁচায় ৩৫ - ৪০ গ্রাম পর্যন্ত হয়।


স্ত্রী পুরুষ চেনার উপায়ঃ ৪ মাস বয়স পার হলেই নাকের বর্ন দেখে স্ত্রী- পুরুষ সহজেই চেনা যায়।

আয়ুস্কালঃ বনে গড় আয়ু ৪-৫ বছর এবং খাঁচায় ১০-১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

প্রজননঃ বাজরীগার ৪ মাস বয়স থেকেই প্রজননে সক্ষম কিন্তু ৮ মাসে প্রজনন ক্ষমতা অনেক বেশী হয়। প্রথমবার ৪-৫ টি ডিম পারলেও এর পর থেকে ৬-৮টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ১৮ দিন তা দেয়ার পর প্রথম বাচ্চা ফোটে এবং ৩০-৩৫ দিনে উড়তে শেখে।

বিভিন্ন নামঃ আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখী বাজী বা শেল প্যারাকিট, ক্যানারী প্যারট,জেব্রা প্যারট, কমন পেট প্যারাকিট,আন্ডুলেটেড প্যারাকিট আমাদের দেশে বাজরীগার এবং পশ্চিমবঙ্গে বদরী নামেও পরিচিত।

তথ্য এবং ছবি : সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।