স্ত্রী-পুরুষ বাজরীগার সনাক্ত করার উপায়ঃ

কিন্তু আমরা জানি না যে কিছু বিষয় জানা থাকলে বাজরীগার স্ত্রী-পুরুষ চেনা খুবই সহজ। বাজরীগার বয়স ৩ মাস হলেই ঠোঁট দেখে বাজরীগার স্ত্রী-পুরুষ সনাক্ত করা যায়। সাদা এবং হলুদ, হারলে কুইন, ইনো, ফ্যালো বর্নের বেলায়ও লাল চোখের পাখি ছাড়া যে কোন বর্ণের পাখির নাকের অংশ নীল বর্ণের হলে বুজতে হবে এটা পুরুষ পাখি, প্রথম দিকে সাদা এবং পরে ধীরে ধীরে বাদামি বা ময়লাটে হলে বুজতে হবে এটা স্ত্রী পাখি। ৮ মাস বয়সে এরা প্রজনন উপযোগী হয়।
নিম্নোক্ত ছবি দেখলে পুরুষ বাজরীগার সনাক্ত করা যাবেঃ
নিম্নোক্ত ছবি দেখলে স্ত্রী বাজরীগার সনাক্ত করা যাবেঃ
সাদা এবং হলুদ বা এই দুই বর্ণের পাইড মিউটেশ্ন এর ক্ষেত্রে পুরুষ পাখির নাকের অংশ গোলাপি বর্ণের ও মসৃণ হয়া থাকে এবং স্ত্রী পাখির নাকের অংশ বাদামী বর্ণের ও খসখসে এবং ময়লাটে হয়।
নিম্নোক্ত ছবি দেখলে স্ত্রী-পুরুষ বাজরীগার সনাক্ত করা অনেক সহজঃ
তথ্য এবং ছবি : সংগৃহীত (http://bd-budgies.webs.com)
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।