বাজরিগার (Budgerigar) বাসার লাঠির গুরুত্ব

বাজরিগার (Budgerigar) বাসার লাঠির  গুরুত্বঃ 

খাঁচা বা কলোনীর ভিতর পাখিদের বসার জন্য ১/২ ইঞ্চি বা ৩/৪ ইঞ্চি ব্যসের গাছের ডাল(ছালসহ) বা কাঠের লাঠির ব্যবস্থা করতে হবে। যা গোলাকার না হলেও চলবে, কিন্তু মসৃণ হওয়া চলবে না।

বাজরিগার (Budgerigar) কলোনীর খাঁচার মাপ

বাজরিগার ( Budgerigar ) কলোনীর খাঁচার মাপঃ

গ্রাম অঞ্চলের যেখানে জান্ত্রিক শব্দ দূষন নেই, আছে নির্মল পরিবেশ, সেসব এলাকায় বানিজ্যিক ভিত্তিতে বাজরীগারের খামার তৈরী করলে অনেক ভাল হয় এবং অবকাঠামোগত করচ ও পরিকল্পনার ব্য্য অনেক কম হয়। শহরে যাদের জায়গা আছে তারাও বানিজ্যিক ভিত্তিতে বাজরীগারের খামার তৈরী করতে পারেন।

নিজ বাসায় বাজরিগার (Budgerigar) পালনের জন্য খাঁচার মাপ

নিজ বাসায় বাজরিগার (Budgerigar) পালনের জন্য খাঁচার মাপঃ

শহর জীবনের ইচ্ছা থাকলে আমাদের অনেকের পক্ষে বানিজ্যিক উদ্দেশ্যে বাজরীগার পাখি প্রজনন খামার করা সম্ভব হয় না। প্রতি জোড়ারজন্ন ছোট ছোট খাচার ব্যাবশা করাই ভাল। যাদের বাসায় খাঁচা রাখার জায়গার কোন অভাব নাই তারা ২৪X১৮X১৮ ইঞ্চি সাইজের খাঁচা সংগ্রহ করবেন।

বাজরীগার (Budgerigar) খাঁচা ও উপযুক্ত পরিবেশ

বাজরীগার (Budgerigar) খাঁচা ও উপযুক্ত পরিবেশঃ

পাখি সংগ্রহ করার পূর্বে যে ৩ টি বিষয় খেয়াল করতে হবে,

(১) সঠিক মাপের খাঁচা সংগ্রহ করা।
(২) যে স্থানে খাঁচা রাখা হবে সেই জায়গার পুরো নিরাপত্তা।
(৩) স্বাস্থ্যকর খাদ্য ও উপকরন সরবরাহ নিশ্চিত করা।

বাজরীগার কেনকার হবার লক্ষন ও এর চিকিৎসা

বাজরীগার কেনকারঃ 

এটি সাধারন কবুতর, ফ্রিঞ্চ, ক্যানারী, ককাটেল এর হয়ে থাকে, বাজরীগারে হওয়ার সম্ভবনা একটু কম। এই সময় রোগের কারন হচ্ছে মাইক্রোস্কোপিক প্রোটজয়া নামক জীবাণু।