বাজরীগার কেনকার হবার লক্ষন ও এর চিকিৎসা

বাজরীগার কেনকারঃ 

এটি সাধারন কবুতর, ফ্রিঞ্চ, ক্যানারী, ককাটেল এর হয়ে থাকে, বাজরীগারে হওয়ার সম্ভবনা একটু কম। এই সময় রোগের কারন হচ্ছে মাইক্রোস্কোপিক প্রোটজয়া নামক জীবাণু।


লক্ষনঃ 

এই রোগের লক্ষন পাখির শ্বাস প্রক্রিয়ার সাথে সংজুক্ত। এই রোগে আক্রান্ত পাখির বমি হয়, মুখ দিয়ে ফেনা বের হয়,  পাখি দূর্বল হয়ে পড়ে, ওজন হ্রাস পায়, বেশির ভাগ সময় চোখ বন্ধ করে রাখে।

চিকিৎসাঃ 

Metronidazole, রনিদাজল, এন্টিবায়োটিক খুবি কার্যক্রী ভূমিকা পালন করে।

তথ্য এবং ছবি : সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।