নিজ বাসায় বাজরিগার (Budgerigar) পালনের জন্য খাঁচার মাপ

নিজ বাসায় বাজরিগার (Budgerigar) পালনের জন্য খাঁচার মাপঃ

শহর জীবনের ইচ্ছা থাকলে আমাদের অনেকের পক্ষে বানিজ্যিক উদ্দেশ্যে বাজরীগার পাখি প্রজনন খামার করা সম্ভব হয় না। প্রতি জোড়ারজন্ন ছোট ছোট খাচার ব্যাবশা করাই ভাল। যাদের বাসায় খাঁচা রাখার জায়গার কোন অভাব নাই তারা ২৪X১৮X১৮ ইঞ্চি সাইজের খাঁচা সংগ্রহ করবেন।
খাঁচার দরজার যেন একদম ফ্রী উঠা-নামা করতে পারে, খোলা ও বন্ধ করার সময় যেন কোথাও আটকে না থাকে। এছাড়া পাখির খাঁচাসহ সম্পূর্ন এলাকায় শত্রুমুক্ত পরিবেশ নিশ্চিন্ত করতে হএ। আমরা সবাই জানি, ইদুর ও বিড়াল পাখিদের বড় শত্রু। এরা যেন কোন ক্রমেই কখনোই সেখানে যেতে না পার তার প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই করতে হবে।

সল্প উপার্জনের জন্য বাজরিগার ( Budgerigar) খাঁচার মাপঃ

আমাদের দেখে সৌখিনদের পাশাপাশি অনেকেই অল্প কিছু আয়ের জন্য কম জায়গায় বেশি খাঁচা বসানোর প্রয়োজনে আর ছোট ১৮X১৮X১৮ ইঞ্চি খাঁচায় বাজরীগারের চাষ করে সন্তোষজনক হারেই উৎপাদন করছেন, কিন্তু ২৪X১৮X১৮ খাঁচাই ভাল।

তথ্য এবং ছবি : সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।