বাজরিগার (Budgerigar) বাসার লাঠির গুরুত্ব

বাজরিগার (Budgerigar) বাসার লাঠির  গুরুত্বঃ 

খাঁচা বা কলোনীর ভিতর পাখিদের বসার জন্য ১/২ ইঞ্চি বা ৩/৪ ইঞ্চি ব্যসের গাছের ডাল(ছালসহ) বা কাঠের লাঠির ব্যবস্থা করতে হবে। যা গোলাকার না হলেও চলবে, কিন্তু মসৃণ হওয়া চলবে না।
খাঁচার ভেতরে পাখি যাতে আরামে বসে তাদের মনের ভাব বিনিময় করতে পারে, সেজন্যই এই বাসার লাঠি বিশেষ প্রয়োজন। প্যারোট বা প্যারাকিট  জাতের যত পাখি আছে  এদের মধ্যে এই বাজরীগার পাখিই সবচেয়ে বেশী চঞ্চল, এরা বেশীর ভাগ সময়ই স্থির হয়ে এক জায়গায় বসে থাকে না। পুরুষ পাখির মধ্যেই এই প্রবণতা বেশি থাকে। খুবি ঘন ঘন এদিক সেদিক উড়াল দেয়, পক্ষনেই উড়াল দিয়ে লাঠির উপর বসা সঙ্গীর পাশে যায়। তারা দুজনেই একে অপরকে ঈর্ষনীয় কায়দায় আদর বিনিময় করতে থাকে। তাই অবশ্যই বাজরীগার বসার লাঠিটি শক্ত করে লাগাতে হবে।

তথ্য এবং ছবি : সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।