বাজরীগার জ্বর হবার লক্ষন ও এর চিকিৎসা

বাজরীগার জ্বরঃ

এটিকে এক প্রকারের ভাইরাস জনিত রোগ বলে বিবেচিত করা হয় এবং প্যারোট গোত্রের পাখির হয়ে থাকে। এক পাখি থা অন্য পাখিতে দ্রুত সংক্রামিত হয়।


জ্বর হওয়ার কারনঃ 

সাধারন্ত এই রোগ বাহক রোগ হিসেবে প্রিচিত, প্রাথমিক ভাবে এই রোগ পাখির পালক থেকে সংক্রামিত হয়ে থাকে এবং এক পাখি থেকে অন্য পাখিতে ছড়ায়, এছাড়া আক্রান্ত পাখির মল অথবা মলের গ্যাস অন্য পাখি খেলে বা শুকলে এই রোগ হয়ে থাকে।

লক্ষনঃ 

পাখির যদি জ্বর বাহিত ভাইরাস আক্রান্ত হয় তখন পাখিটির পশম দেখতে এলোমেলো দেখাবে, শরীরের তাপমাত্রা কমে যায়, চোখ বন্ধ করে রাখবে বেশির ভাগ সময়, শ্বাস নিতে কষ্ট হওয়া, হলুদ অথবা সবুজ রঙের মল ত্যাগ করা, পাখির শরীর কাপা, শরীরে পানি শূন্যতা দেখা দেয়া, হঠাত শরীর কেপে উঠা, সাইনাসের প্রদাহ ছন্দময় চোখের গতি, এক থেকে দুই সপ্তাহে পাখির মৃত্যু হয়।

চিকিৎসাঃ 

Doxycycline 20% (Doxacil Vet) (প্রতি ১ লিটারে ১ গ্রাম) মিশিয়ে ৪৫ দিন খাওয়াতে হবে এবং বাল্বের আলোতে (তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের জাতে কম না হয়) রাখতে হবে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।